ওয়েব ডিজাইন পরিচিতি​

ওয়েব ডিজাইন হচ্ছে একটি ওয়েব সাইটের জন্য বাহ্যিক অবকাঠামো তৈরি করা। ওয়েবসাইট দেখতে কেমন হবে অথবা এর সাধারণ রূপ কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার দের কাজ হচ্ছে আমরা নিয়মিত যে ওয়েবসাইট গুলো ভিজিট করে থাকি ক্লাইন্ট এর চাহিদা অনুযায়ী সেই রকম ওয়েবসাইট তৈরি করা।

ওয়েব ডিজাইন কেন শিখবেন ?

ইন্টারন্যাশনাল অনলাইন মার্কেটপ্লেসে ওয়েব ডিজাইনার দের চাহিদা অনেক। আপনি যদি ওয়েব ডিজাইন ভালো করে শিখেন এবং ক্লাইন্ট এর জন্য যখন ওয়েবসাইট তৈরি করবেন প্রতিটি ওয়েবসাইট ডিজাইন করার জন্য ১৫০ ডলার থেকে শুরু করে ১০০০ ডলার পর্যন্ত আপনি পেতে পারেন। প্রোজেক্ট এর প্রাইস কম বা বেশী হতে পারে এটা সম্পূর্ণ নির্ভর করবে ক্লাইন্ট এর চাহিদা এবং কাজটি করতে কত দিন সময় লাগবে তার উপর ভিত্তি করে।

শুধুমাত্র আমেরিকাতে ২০+ বিলিয়ন মার্কিন ডলার এর মার্কেট রয়েছে ওয়েব ডিজাইন এর উপর। প্রতি মাসে পৃথিবীতে প্রায় ১৬ মিলিয়ন এর বেশী ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। অনলাইন মার্কেটপ্লেস গুলোতে ওয়েব ডিজাইন এর সাথে সম্পর্কিত কাজের প্রচুর চাহিদা রয়েছে।

ওয়েবসাইট ডিজাইন করার জন্য কি শিখবো ?

আপনি যদি ওয়েবসাইট ডিজাইন শিখতে চান তাহলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য। আপনাকে নিয়মিত বাসায় চর্চা করতে হবে এবং সঠিকভাবে ধৈর্য ধরে নিয়মিত শিখে যেতে হবে। একটি ওয়েবসাইট ডিজাইন করার জন্য নিচের ৪টি বিষয়ের উপর অবশ্যই আপনার জ্ঞান থাকতে হবে।

১) এইচটিএমএল (HTML) – একটি ওয়েবসাইট এর জন্য প্রথমে মার্কআপ তৈরি করতে হয়। প্রথমেই আপনাকে এইচটিএমএল শিখতে হবে ওয়েবসাইট এর মার্কআপ তৈরি করার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলে এইচটিএমএল এর উপরে একটি সিরিজ টিউটোরিয়াল রয়েছে। আপনি যদি টিউটোরিয়াল গুলো দেখেন এবং নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আপনি এইচটিএমএল এর মাধ্যমে যে কোন ওয়েবসাইট এর মার্কআপ ডিজাইন করতে পারবেন।

২) সিএসএস (CSS) – সিএসএস এর মাধ্যমে একটি ওয়েবসাইটকে স্টাইল করা হয়। একটি ওয়েবসাইট এর কালার , ফন্ট ইত্যাদি সেট করতে হবে সিএসএস এর মাধ্যমে। এইচটিএমএল এবং সিএসএস যদি আপনি শিখে ফেলেন তাহলে আপনি খুব সহজেই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

৩) বুটস্ট্রাপ (Bootstrap) – রেস্পন্সিভ ওয়েবসাইট ডিজাইন করার জন্য বুটস্ট্রাপ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সিএসএস ফ্রেমওয়ার্ক। আপনি যদি বুটস্ট্রাপ শিখেন তাহলে খুব অল্প সময়ের মাঝে আপনি একটি রেস্পন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন।

৪) পিএসডি টু এইচটিএমএল কনভার্সন (PSD TO HTML) – অনলাইন মার্কেটপ্লেসে পিএসডি টু এইচটিএমএল কনভার্সন এর কাজের প্রচুর চাহিদা রয়েছে। পিএসডি ডিজাইন করা ওয়েব ডিজাইনার এর কাজ না এই কাজটি করে থাকে গ্রাফিক্স ডিজাইনার। ক্লাইন্ট আপনাকে একটি পিএসডি ফাইল দিবে এবং সেই ফাইল এর ডিজাইন দেখে আপনাকে কোডিং করে ঠিক পিএসডি এর মতো একটি ওয়েবসাইট তৈরি করতে হবে।

কোর্সের উদ্দেশ্য, কি কি শিখবেন ? কেন শিখবেন ?

 “এই কোর্সের মাধ্যমে ওয়ার্ডপ্রেস এবং ই- কমার্সের এর মার্কেট ডিমান্ডেড কনটেন্টগুলো আমরা জানতে পারব এবং আমাদের মাধ্যমে সাপোর্ট নিয়ে স্টুডেন্টরা মার্কেটপ্লেসে ক্লায়েন্ট কমিউনিকেশন এবং প্রজেক্ট রিলেটেড যেকোন সমস্যার সমাধান করার মাধ্যমে নিজেদের সাকসেসফুল করতে পারবে সহজে এবং মাত্র ৩ মাস এ । ওয়ার্ডপ্রেস এর মাদ্ধমে যেকোনো ধরণের ওয়েবসাইট যেমন এজেন্সী ওয়েবসাইট, এন.জি.ও ওয়েবসাইট, নিউজ/ ম্যাগাজিন/ ব্লগ ওয়েবসাইট, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, রেস্টুরেন্ট ওয়েবসাইট, বুকিং / এপয়েন্টমেন্ট ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, মাল্টি ভেন্ডর ওয়েবসাইট বানাতে পারবে ।এছাড়াও ওয়েবসাইট এর বিভিন্ন ফাংশনালিটি যেমন ফর্ম বানানো, messenger চ্যাট বট বানানো, ফেইসবুক পিক্সেল ইন্টিগ্রেট করা ও বিভিন্ন ওয়েবসাইট অপ্টিমাইজ এর কাজ করতে পারবে ।”

এছাড়াও মার্কেটপ্লেসে যেমন ফাইবার এবং আপওয়ার্ক এ এইচ স্কেল গুলো কাজে লাগিয়ে কিভাবে ইনকাম করা যায় তা দেখাব | 

কোর্স টি করার জন্য কি কি লাগবে

  • যে কোন কনিফারেশনের একটি ল্যাপটপ অথবা ডেক্সটপ লাগবে।
  • ইন্টারনেট কানেকশন
  • আমরা একদম বেসিক থেকেই শুরু করবো, আপনাকে পূর্বে থেকে কোন কিছুই জানার প্রয়োজন নেই।
  • প্যাশন থাকলে একাডেমিক যে কোন ব্যাকগ্রাউন্ড থেকে বা অর্নাস মাস্টার্স না করেও আপনি প্রফেশনাল কোর্স করে ক্যারিয়ার শুরু করতে পারবেন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে।

এই কোর্স কি নতুনদের জন্য উপযুক্ত?

জি, উপযুক্ত। আমরা একদম বেসিক থেকেই শুরু করি, আপনাকে পূর্বে থেকে কোন কিছুই জানার প্রয়োজন নেই।

Instructor

হ্যালো, আমি তানিম আল রায়হান।

২০১৫ সাল থেকে ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে লোকাল ও ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে সার্ভিস দিচ্ছি।

ফ্রিল্যান্স কাজ করার পাশাপাশি আমি ও আমাদের প্রতিষ্ঠান কোডারস ফাউন্ডেশন অসংখ্য ছাত্র ছাত্রীদের ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস এর উপর প্রশিক্ষণ দিয়েছি। কোর্স সম্পন্ন করে অনেকে সফল ভাবে লোকাল ও ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে সার্ভিস দিচ্ছে।

 

আপনি কি এই কোর্সটি'তে ভর্তি হতে ইচ্ছুক?

তাহলে এখুনি নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, কারন সিট সীমিত।

ফোন:০১৭৩৮২৮৮২২০

Scroll to Top